নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২০
০৬:০৪ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৯, ২০২০
০৬:০৪ পূর্বাহ্ন
বিদ্যুৎ সরবরাহ না থাকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গত দুইদিন করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হয়নি। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেই এই ল্যাবে আবার শুরু হবে নমুনা পরীক্ষা।
গত ১৯ মে থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে শুরু হয় করোনার নমুনা পরীক্ষা। প্রথম দিকে শুধু সুনামগঞ্জ জেলার নমুনা পরীক্ষা করা হলেও বর্তমানে বিভাগের অন্যান্য জেলার নমুনাও সেখানে পরীক্ষা করা হচ্ছে।
ল্যাবসূত্রে জানা গেছে, মঙ্গলবার প্রায় ২০০টি নমুনা আসে। কিন্তু সকাল থেকে বিদ্যুৎ না থাকায় পরীক্ষা করা সম্ভব হয়নি। বুধবার রাত সাড়ে দশটা পর্যন্ত বিদ্যুত না আসায় বুধবারও কোনো নমুনা পরীক্ষা করা যায়নি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নূরনবী আজাদ জুয়েল সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিদ্যুৎ না থাকায় মঙ্গলবার ও বুধবার আমাদের ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা সম্ভব হয়নি। পরীক্ষার জন্য প্রায় ২০০টি নমুনা জমা রয়েছে। বিদ্যুৎ সরবরাহ শুরু হলে পুনরায় আমাদের পরীক্ষা শুরু হবে।’
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ‘শাবিপ্রবির ল্যাবের নমুনাগুলো সিলেট সিভিল সার্জন কার্যালয়ে আছে। কাল বিদ্যুৎ (আজ) সরবরাহ স্বাভাবিক না হলে এসব নমুনা ঢাকার ল্যাবে পাঠানো হবে। ইতোমধ্যে এ ব্যাপারে ঢাকায় কথাও হয়েছে। এক্ষেত্রে রিপোর্ট পেতে কিছুটা বিলম্ব হতে পারে।’
এনএইচ/বিএ-০১