সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১৯, ২০২০
০৬:০৯ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৯, ২০২০
০৬:০৯ পূর্বাহ্ন
চাল-ডাল-আলু-পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখা। বুধবার বিকেলে নগর চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা এই দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, ‘করোনাকালে মানুষের আয় কমলেও চাল-ডাল-আলু-পেঁয়াজসহ নিত্যপণের মূল্যবৃদ্ধির ফলে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। সিন্ডিকেট কারসাজিতে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেলেও সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।’ অবিলম্বে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানান তারা।
এছাড়া রায়হান হত্যা ও এমসি কলেজের ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জড়িতদের শাস্তির দাবি জানান বক্তারা।
সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট ও বাসদ সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. নাবিল এইচের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য দেন, সিপিবি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সন্জয় কান্ত দাশ, রেজাউর রহমান রানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার আহ্বায়ক সনজয় শর্মা, শ্রমিক ফ্রন্টের মামুন বেপারি, ছাত্র ইউনিয়নের মনীষা ওয়াহিদ প্রমুখ।
বিএ-০২