নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২০
০৫:৪৮ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৯, ২০২০
০৫:৪৮ অপরাহ্ন
কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকান্ডে বিদ্যুৎবিচ্ছিন্ন হওয়ার প্রায় ৩১ ঘণ্টা পর বিদ্যুতের আলো জ্বলে সিলেটের কয়েকটি এলাকায়। গতকাল বুধবার (১৮ নভেম্বর) ছয়টায় প্রথমে আম্বরখানা ও এমসি কলেজ ফিডারে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। পরবর্তীতে নগরের অন্যান্য এলাকায়ও বিদ্যুৎ চলে আসে। আর এই এত বড় অগ্নিকাণ্ডের পর বিদুৎ ফিরে পাওয়ায় সংস্কার কাজে থাকা বিদ্যুৎ বিভাগের কর্মীদের ধন্যবাদ জানাচ্ছেন সিলেটবাসী।
গতকাল সন্ধ্যার পর থেকে একের পর এক এলাকায় বিদ্যুৎ আসতে শুরু হয়। তখন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংস্কার কাজে সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানাচ্ছেন সিলেটবাসী।
কেউ লিখেছেন, ‘ধন্যবাদ আমাদের ঘরে বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ায়।’ কেউ আবার লিখছেন ‘সিলেটবাসীকে এই দুর্যোগ থেকে পরিত্রাণ দেওয়ায় বিদুৎ বিভাগের কর্মীদের ধন্যবাদ।’ কেউ ধন্যবাদ জানিয়ে লিখেছেন ‘সিলেটকে আবার আলোকিত করায় ধন্যবাদ বিদ্যুৎ বিভাগের কর্মীদের।’
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সোয়া ১১ টার দিকে আগুন লাগার পর বিদ্যুতবিহীন হয় সিলেট শহরসহ বিভাগের বেশ কয়েকটি অঞ্চল। এর পর প্রায় ৩০ ঘণ্টা চলে গেলেও আসেনি বিদ্যুৎ। আর তাতে সময়ে সময়ে বেড়েছে ভোগান্তি। বিশেষ করে সিলেট নগরে বাসা-বাড়িতে দেখা দিয়েছে পানির তীব্র সংকট। প্রয়োজন মিটাতে লোকজন বালতি, ড্রাম কিংবা কলসি কাকে ছুটে চলছেন পানির সন্ধানে। যেখানে টিউবওয়েল আছে সেখানেই ভিড় করছেন মানুষ।
এনএইচ/বিএ-১১