নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২০
০৬:০৯ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৯, ২০২০
০৬:২২ অপরাহ্ন
বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেড এর ১০ম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নগরের সুবিধবাজারস্থ খান প্যালেসে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই কোম্পানির পরিচালনা পর্ষদ ও উপস্থিত শেয়ারহোল্ডারদের স্বাগত জানান সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন কোম্পানির চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী। এসময় তিনি বারাকা পাওয়ার লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এর আর্থিক অবস্থা এবং আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তি নিয়ে আলোচনা করেন।
সভায় শেয়ারহোল্ডাররা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী সকল শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান।
১০ম বিশেষ সাধারণ সভায় বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে শেয়ার মূলধন সংগ্রহ করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন, কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. আহসানুল কবির, পরিচালক গোলাম রাব্বানী চৌধুরী, মঞ্জুর কাদির শাফী, আফজাল রশীদ চৌধুরী, মো. সিরাজুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক হেলাল আহমদ চৌধুরী, ডা. জাকির হোসেন, আব্দুস এস মজিদ প্রমুখ।
বিএ-১২