নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২০
০৯:১০ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২০, ২০২০
০৫:১৯ পূর্বাহ্ন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির ২০২১-২০২৩ সেশনের নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন বাবুল-জামিল পরিষদ।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২টায় সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, নির্বাচন কমিশনার আব্দুর রশিদ রেনু ও রেড ক্রিসেন্টের উপ-পরিচালক, কমিশন সচিব মো. আবদুস সালাম এর কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন-রেড ক্রিসেন্টের বর্তমান কার্যনির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল, সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল, সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সাইফুর রহমান খোকন, সোয়েব আহমদ, মজির উদ্দিন ও মস্তাক আহমদ পলাশ।
২০২১-২০২৩ তিনবছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বাবুল-জামিল পরিষদের প্রার্থীরা হলেন- ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল, সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল, সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সাইফুর রহমান খোকন, সোয়েব আহমদ, মজির উদ্দিন, মস্তাক আহমদ পলাশ।
উলেখ্য, আগামী ৭ ডিসেম্বর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ও সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হবে।
এএন/০৩