সিলেটে অনেক এলাকা এখনও বিদ্যুৎহীন

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২০, ২০২০
১২:৩২ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২০, ২০২০
১২:৫৫ পূর্বাহ্ন



সিলেটে অনেক এলাকা এখনও বিদ্যুৎহীন

সিলেটের কুমারগাঁও গ্রিডে অগ্নিকান্ডের পর কিছু এলাকায় বিদ্যুৎ এলেও অধিকাংশ এলাকা এখনও বিদ্যুৎহীন রয়ে গেছে। এতে করে মোবাইল নেটওয়ার্ক ও পানিসহ বিভিন্ন কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে। এমন অসহায়ত্বের কথা জানিয়েছেন বিদ্যুৎহীন এলাকার বাসিন্দারা। তবে পিডিবি বলছে ট্রান্সফরমার বসানো শেষ হয়েছে। ট্রায়াল শেষ হলেই সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। 

খোঁজ নিয়ে জানা গেছে, শেখঘাট, জিতু মিয়ার পয়েন্ট, লামা বাজার, রিকাবীবাজার, তালতলা, কাজিরবাজার, পশ্চিম শেখঘাট, কুয়ার পার, বিল পার, মির্জাজাঙ্গাল, রামের দিঘীর পার, দাড়িয়াপাড়া, জিন্দাবাজার, সুরমা মার্কেট পয়েন্ট, টুকেরবাজার, জল্লারপার, দক্ষিণ সুরমা, স্টেশন রোড, জামতলা, বটেশ্বর, খোজারখলাসহ সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ও নগরের উপকন্ঠের অনেক বাসিন্দা এখনও বিদ্যুৎহীন রয়েছেন বলে জানান। 

নগরের রামের দিঘীরপার এলাকার বাসিন্দা রেহেনা পারভীন চৌধুরী সিলেট মিররকে বলেন, টানা তিন ধরে আমরা বিদ্যুৎহীন। অনেক এলাকায় চলে এলেও আমরা পাচ্ছি না। পানি ফুরিয়ে আসছে। রান্নার কাজেও পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করতে পারছি না। খুব হিসেব করে চলতে হচ্ছে। এভাবে আর কতক্ষণ টিকে থাকা যায়!

তালতলা এলাকার বাসিন্দা মুরাদ আহমেদ বলেন, গতকাল রাত অবধি মোবাইলের নেটওয়ার্ক ঠিকমতো পাইনি। এখন সেই সমস্যা মিটলেও বিদ্যুৎ আসেনি। মোবাইলের চার্জও ফুরিয়ে গেছে। বাসার অনেকগুলো মোবাইল ইতোমধ্যে  বন্ধ হয়ে গেছে।

নগরে নেটওয়ার্ক সমস্যার সমাধান হলেও সিলেট নগরের বাইরের বিভিন্ন এলাকায় এখনও নেটওয়ার্ক ঠিকমতো কাজ করছে না। গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ এলাকার বাসিন্দা শাফি হাফিজ বলেন, মোবাইলের নেটওয়ার্ক ঠিকমতো কাজ করছে না। ঘরের বাইরে গেলে একটু পাওয়া যায়।  

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন সন্ধ্যা ৬টার দিকে বলেন, নতুন ট্রান্সফরমান বসানো হয়ে গেছে। ট্রায়াল দেওয়া হচ্ছে। ট্রায়াল শেষ হলে ঘন্টাখানেকের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। বিদ্যুৎহীন এলাকার বাসিন্দাদের কিছুক্ষণ ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি।  

তিনি আরও বলেন, এরই মধ্যে ৮০ ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। বাকি এলাকাগুলোতেও রাতের মধ্যেই বিদ্যু সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সকাল সোয়া ১১ টার দিকে কুমারগাঁও গ্রিডে অগ্নিকান্ডের পর থেকে বিদ্যুতবিহীন হয় সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি এলাকা। এর পর প্রায় ৩০ ঘণ্টা চলে গেলেও আসেনি বিদ্যুৎ। আর তাতে সময়ে সময়ে বেড়েছে ভোগান্তি। বিশেষ করে সিলেট নগরে বাসা-বাড়িতে দেখা দিয়েছে পানির তীব্র সংকট। প্রয়োজন মিটাতে লোকজন বালতি, ড্রাম কিংবা কলসি কাকে ছুটে চলছেন পানির সন্ধানে। যেখানে টিউবওয়েল আছে সেখানেই ভিড় করছেন মানুষ।

আরসি/বিএ-১৬