নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২০, ২০২০
০১:৪১ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২০, ২০২০
০১:৪১ পূর্বাহ্ন
সিলেটের কুমারগাঁও পাওয়ার গ্রিড ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ৩১ ঘণ্টা পর বুধবার সন্ধ্যায় আংশিক লাইনে সরবরাহ শুরু করার পর অবশিষ্ট বিদ্যুতহীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। প্রায় ৫৫ ঘণ্টা পর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে নগরের রিকাবীবাজার, সিলেট ওসমানী মেডিকেল এলাকা, জল্লারপাড়, মির্জাজাঙ্গাল, দাড়িয়াপাড়া, লামাবাজার, দক্ষিণ সুরমাসহ বিভিন্ন উপজেলা ও এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
পিডিবি সিলেটের সহকারী পরিচালক জুয়েল রানা সিলেট মিররকে বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আপাতত পরীক্ষামূলকভাবে শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। যেসব এলাকার ফিডার গুলো আমরা এখনো চালু করতে পারছি না সেসব এলাকায় অন্য ফিডার থেকে জাম্পার করে সাময়িকভাবে বিদ্যুত সরবরাহ করছি।
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সোয়া ১১ টার দিকে আগুন লাগার পর বিদ্যুতবিহীন হয় সিলেট শহরসহ বিভাগের বেশ কয়েকটি অঞ্চল। এর পর প্রায় ৩০ ঘণ্টা চলে গেলেও আসেনি বিদ্যুৎ। আর তাতে সময়ে সময়ে বেড়েছে ভোগান্তি। বিশেষ করে সিলেট নগরে বাসা-বাড়িতে দেখা দিয়েছে পানির তীব্র সংকট। প্রয়োজন মিটাতে লোকজন বালতি, ড্রাম কিংবা কলসি কাকে ছুটে চলছেন পানির সন্ধানে। যেখানে টিউবওয়েল আছে সেখানেই ভিড় করছেন মানুষ।
এনএইচ/বিএ-১৯