ফেঞ্চুগঞ্জে আবহ'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ২০, ২০২০
০২:১১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২০, ২০২০
০২:১১ পূর্বাহ্ন



ফেঞ্চুগঞ্জে আবহ'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা, জনসচেতনতা, সুনাগরিকত্ব ইত্যাদিসহ সবধরণের সামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্যেই সংগঠন প্রতিষ্ঠা করা হয়। সংগঠন একদিকে জীবনের পরিধি বিস্তৃত করে, অন্যদিকে মানুষকে স্বপ্ন দেখতে শেখায়। মানুষকে আত্মবিশ্বাসী করে কাজের প্রেরণা ও সাহস জোগায়। সংগঠন মানবকল্যাণমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার ফলে মানবমনে একটা সুখ অনুভূত হয়।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলায় আবহ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা। আবহ সংগঠনের সদস্য এনাম উদ্দিন ও সুলতানা ইয়াসমিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন ও আবহ'র সভাপতি ওয়াহিদুল ইসলাম তফাদার। স্বাগত বক্তব্য দেন আবহ'র সাধারণ সম্পাদক সঞ্জয় দাস জয়।

অনুষ্ঠানের কর্মসূচির অংশ হিসেবে ১৫০ রক্তদাতাকে সম্মাননা স্মারক ও ১০০টি সংগঠনের প্রধানকে ক্রেস্ট দেওয়া হয়।

 

এসএ/আরআর-১০