কানাইঘাটে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কানাইঘাট প্রতিনিধি


নভেম্বর ২০, ২০২০
০২:২২ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২০, ২০২০
০২:২২ পূর্বাহ্ন



কানাইঘাটে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সিলেটের কানাইঘাট উপজেলার দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। 

জানা গেছে, গতকাল বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে বার্ধক্যজনিত কারণে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়খেওড় গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ২ স্ত্রী, ৬ ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় সুরতুন নেছা মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের মাঠে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের লোকজন যোগদান করেন। জানাজার পূর্বে রাষ্ট্রীয়ভাবে তাঁকে সম্মান প্রদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির নেতৃত্বে কানাইঘাট থানার একদল পুলিশ। পরে তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় বড়খেওড় জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে সমাহিত করা হয়।

জানাজার পূর্বে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের ব্যাপারে স্মৃতিচারন করে সংক্ষিপ্ত বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান ডা. ফয়েজ আহমদসহ তাঁর কয়েকজন সহকর্মী বীর মুক্তিযোদ্ধা।

স্থানীয় লোকজন জানিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন অত্যন্ত সুনামের সহিত নির্বাচিত হয়ে দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বপালন করেছিলেন। একজন সমাজসেবী ব্যক্তি হিসেবে সর্বমহলে তিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন। একসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্বপালন করেছেন তিনি। তাঁর গ্রামের বাড়ি দর্পনগর পূর্ব গ্রামে হলেও তিনি বড়খেওড় গ্রামে আরেকটি বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস করে আসছিলেন।

বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিনের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন কাজল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমছু চৌধুরী, নাজমুল হক, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

 

এমআর/আরআর-১১