চৌহাট্টা-বন্দরবাজার সড়কের কাজ দ্রুত শেষ হবে

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২০, ২০২০
০৫:০৭ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২০, ২০২০
০৫:০৭ পূর্বাহ্ন



চৌহাট্টা-বন্দরবাজার সড়কের কাজ দ্রুত শেষ হবে
উন্নয়ন কাজ পরিদর্শনকালে আরিফুল হক চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘নগরবাসীর চলাচলের সুবিধার জন্য চৌহাট্টা থেকে বন্দরবাজার সড়ক প্রশস্ত করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে এই সড়কের কাজ শেষ হবে।’  

গতকাল বৃহস্পতিবার সকালে নগরের বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। দ্রুততম সময়ের মধ্যেই শেষ এই কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নিদের্শ দিয়েছেন সিসিক মেয়র।

মেয়র বলেন, ‘সড়ক প্রসস্ত করা হচ্ছে নাগরিকদের চলাচলের সুবিধার জন্য। কিন্তু অবৈধভাবে গাড়ি পার্কিং, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে জনচলাচলে বাঁধা সৃষ্টি করা হচ্ছে। চৌহাট্টা থেকে বন্দরবাজার পর্যন্ত সড়ক দখল করে যাতে কেউ অবৈধভাবে ব্যবসা করতে না পারে সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

নগরের সড়ক প্রসস্তকরণের পাশাপাশি ড্রেনও সংস্কার হচ্ছে জানিয়ে মেয়র বলেন, ‘নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা না ফেলে অনেকেই রাস্তার পাশে ও ড্রেনে ময়লা আবর্জনা ফেলছেন। ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা বাঁধাগ্রস্ত হচ্ছে। নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে রাস্তার পাশে, ড্রেনে আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা আবর্জনা ফেলতে হবে।’

উন্নয়ন কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ, নির্বাহী প্রকৌশলী আলী আকবরসহ সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরসি-০২