হেফাজতের আমির ও মহাসচিব সিলেট আসছেন কাল

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২০, ২০২০
০৬:৪১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২০, ২০২০
০৬:৪১ পূর্বাহ্ন



হেফাজতের আমির ও মহাসচিব সিলেট আসছেন কাল

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নূর হুসেইন কাসেমী আগামীকাল শনিবার সিলেট আসছেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেটের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিতে তারা সিলেট আসছেন।

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে শনিবার নগরের ঐতিহাসিক সিটি পয়েন্টে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এদিকে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিলেটের নবাগত পুলিশ কমিশনার নিশারুল আরিফের সঙ্গে সাক্ষাৎ করেন সমাবেশ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।

মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের নেতৃত্বে পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন বিক্ষোভ সমাবেশ বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী মাওলানা ইউসুফ আহমদ, মাওলানা এনামুল হক, মাওলানা মুজিবুর রহমান কাসেমী ও ক্বারী মাওলানা সিরাজুল ইসলাম।

এ সময় পুলিশ কমিশনার কার্যালয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সমাবেশ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ শনিবারের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল বাস্তবায়ন করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

আরসি-০৩