সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২০, ২০২০
০৬:৫৬ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২০, ২০২০
০৬:৫৬ পূর্বাহ্ন
বৃহত্তর সিলেট আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী ও সাংসদ জননেতা দেওয়ান ফরিদ গাজীর দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ মাগরিব হজরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, আশফাক গাজী নাহেদ, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শাহেদ গাজী, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা মঈনুল ইসলাম, শমসের জামাল, মহানগর আওয়ামী লীগ নেতা রজত কান্তি গুপ্ত, কামরুল ইসরাম বাবু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, ছয়েফ খান, এম জেড আলম, মুফতি কমর উদ্দিন কামু, যুক্তরাজ্য মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সুহেল আহমদ সাহেল, এটিএন বাংলা ইউকে সিলেট বিভাগীয় ব্যুরো চীফ মো. শফিকুল ইসলাম শফি, মাসুদ আহমদ, সৈয়দ মো. তাহের, গাজী মো. জামিল, যুবলীগ নেতা সুমন ইসলাম খান, আক্তার হোসেন, মিঠু মোহন দেব প্রমুখ। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আজিজুর রহমান। মিলাদ ও দোয়া মাহফিল শেষে মরহুমের কবর জিয়ারত করা হয়।
এদিকে, দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নবীগঞ্জ-বাহুবল, যুক্তরাষ্ট্রে ও নগরের লামাবাজারে দেওয়ান ফরিদ গাজীর বাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত, আওয়ামী লীগের বর্ষীয়ান এই নেতা ২০১০ সালের ১৯ নভেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন।
আরসি-০৪