ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি আবুল হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২০, ২০২০
০৭:১১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২০, ২০২০
০৫:৫০ অপরাহ্ন



ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি আবুল হোসেন আর নেই

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি আবুল হোসেন আর নেই।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় সিলেট এমএজি ওসমানী মেডিকলে কলেজ  হাসপাতালে শেষ নিঃশ্বাস  ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি সিলেটের বামপন্থী রাজনীতি, গ্যাস সংযোগ আন্দোলন, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও মৌলবাদ বিরোধী আন্দোলনসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি দীর্ঘদিন সিলেটের সংবাদ শিল্পের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি সিকান্দর আলী জানান, আবুল হোসেনের প্রথম জানাযা আজ শুক্রবার সকাল ১১টায় শাহপরাণ বাহুবল জামে মসজিদে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে এগারোটায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে। শহীদ মিনারে মরহুমের মরদেহ এক ঘণ্টা রাখা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জুম্মা ঝরনারপার জামে মসজিদে দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে মানিক পীর কবরস্থানে লাশ দাফন করা হবে।

পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের মুসল্লিদের জানাজায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

কমরেড আবুল হোসেনের মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমরে আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরসি-০৫