সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২০, ২০২০
০৭:৩০ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২০, ২০২০
০৭:৩০ পূর্বাহ্ন
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী উন্নয়ন হয়েছে। একসময় ফেঞ্চুগঞ্জসহ সিলেটের বিভিন্ন এলাকায় যেতে যে পরিমাণ দুর্ভোগ পোহাতে হতো, তা এখন কমে এসেছে। যোগাযোগ ব্যবস্থায় আওয়ামী লীগের ব্যাপক উন্নয়নের সুফল পাচ্ছেন জনগণ।’
বৃহস্পতিবার সকালে ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট-মাইজগাঁও সড়ক যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া উপলক্ষে স্থানীয় মাইজগাঁও বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানান।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুল মজিদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, ভাইস চেয়ারম্যান (মহিলা) সেলিনা ইয়াসমিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী মান্নান, ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়েত ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাহিদ উস সামাদ চৌধুরী, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেইছ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফয়জুল ইসলাম মানিক, রাজু আহমদ রাজা, সিরাজুল ইসলাম চৌধুরী, শাখাওয়াত হোসেন তরু, মামুন আহমদ নেওয়াজ, সহ সাধারণ সম্পাদক মহিব উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েস, আব্দুল হাই খসরু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিজন দেবনাথ, নজরুল ইসলাম মিফতার, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মইন উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান আহমদ লছমান, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ।
আরসি-০৮