সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২০, ২০২০
০৭:৪২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২০, ২০২০
০৭:৪৬ পূর্বাহ্ন
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের মা জেবুন্নেছা খাতুন নিরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।
এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের মা জেবুন্নেছা খাতুন নিরু বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৫ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা জেবুন্নেছা খাতুন নিরু সিলেটের স্বনামধন্য ব্যবসায়ী মরহুম জহির উদ্দিন তারু মিয়ার স্ত্রী।
আজ শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা নগরের শাহী ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এএফ/০২