অসুস্হ সাংবাদিক বাবুলকে সাংসদ সামাদের সহায়তা প্রদান

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ২০, ২০২০
০৬:৫৩ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২০, ২০২০
০৮:৩১ অপরাহ্ন



অসুস্হ সাংবাদিক বাবুলকে সাংসদ সামাদের সহায়তা প্রদান

দৈনিক সিলেটের  ডাকের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহসম্পাদক  তাজুল ইসলাম বাবুলের চিকিৎসা সহায়তায় হাত বাড়িয়ে দিলেন সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী।

বৃহস্পতিবার রাতে তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্ধলক্ষ টাকা তুলে দেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের হাতে। এ সময় তিনি অসুস্হ সাংবাদিক বাবুলের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। 

এসময়  উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সদস্য দেলোয়ার হোসেন পাপ্পু, বদরুল আমিন, আরকে দাস চয়ন।

চিকিৎসা সহায়তায় এগিয়ে আসায় সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, সাংবাদিক তাজুল ইসলাম বাবুল দাতের মাড়ির প্রদাহে ভুগে ঢাকার একটি হাসপাতালে অপারেশন পরবর্তী চিকিৎসাধীন আছেন।

জেসি/বিএ-০৩