বিশ্বনাথ প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২০
০৮:২১ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২০, ২০২০
০৮:২১ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ থানা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। এসময় তিনি বিশ্বনাথের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
এছাড়াও থানা কম্পাউডের উন্নয়নের জন্য সরকারি বরাদ্ধ প্রদান ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকদের দাবীর পরিপ্রেক্ষিতে বিশ্বনাথ নতুন বাজার মাছহাটা মসজিদ সংলগ্ন স্থানে ডিপ-টিউবওয়েল স্থাপন করাসহ নতুন বাজার মাছ হাটা থেকে মুফতিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক দ্রুত সংস্কারের ঘোষণা দেন।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসার আমন্ত্রনে অনুষ্ঠিত পরিদর্শনে এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহসভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, সমাজকর্মী শহিদ আহমদ প্রমুখ।
এমএএস/বিএ-০৮