নগরে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২১, ২০২০
০২:৪৪ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২১, ২০২০
০২:৪৪ পূর্বাহ্ন



নগরে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ যুবক আটক

সিলেট নগরের মীরাপাড়া এলাকা থেকে একটি বিদেশি রিভলবার, ২০ রাউন্ড গুলি ও ৩৭৫ পিস ইয়াবাসহ রুমন খান (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৯।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে র‍্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম, পিএসসি, এএসসি’র নেতৃত্বে র্যাবের একটি দলগোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। 

এসময় অস্ত্র, গুলি ও ইয়াবার পাশাপাশি তার কাছ থেকে একটি পুলিশ হ্যান্ডকাপ ও বেশ কিছু সিলমোহর জব্দ করা হয়।

আটক মাদক ব্যবসায়ী  শাহপরাণ থানাধীন টিলাগড়স্থ মীরাপাড়া বটতলা এলাকার জমশেদ খানের ছেলে।

র‌্যাব মামলা দায়ের করে জব্দকরা মালামালসহ গ্রেপ্তার রুমনকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

বিএ-১৩