শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২১, ২০২০
০৬:২১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২১, ২০২০
০৬:২১ পূর্বাহ্ন



শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

সিলেট নগরের আম্বরখানা থেকে এক শিশুকন্যাকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সদর উপজেলার কেওয়াপাড়া চা বাগানের বাংলোর টিলা থেকে অভিযুক্ত রফিকুল ইসলাম আলাজুলকে (৩৯) আটক করে পুলিশে দেন জনতা। 

সিলেট মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় ওই শিশু (১০) আম্বরখানা মসজিদ সংলগ্ন এলাকায় ভিক্ষা করছিল। গোয়াইনঘাটের রানীগঞ্জ গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে রফিকুল ইসলাম আলাজুল টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে কেওয়াছড়া চা-বাগানের ৩ নম্বর সেকশনের বাংলোর টিলার ওপর নিয়ে যান। বিকেল ৪টা ৪০ মিনিটে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুর চিৎকার শুনে স্থানীয় লোকজন ও চা-বাগানের শ্রমিকরা আলাজুলকে আটক করেন। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ নির্যাতিত শিশুকে উদ্ধার এবং আলাজুলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

বিএ-০৪