শ্রদ্ধা-ভালোবাসায় আবুল হোসেনকে শেষ বিদায়

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২১, ২০২০
০৬:৩০ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২১, ২০২০
০৬:৩০ পূর্বাহ্ন



শ্রদ্ধা-ভালোবাসায় আবুল হোসেনকে শেষ বিদায়

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড আবুল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে শ্রদ্ধা নিবেদন শেষে হজরত মানিকপীর কবরস্থানে তাকে সমায়িত করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ আনা হলে তার দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানান প্রগতিশীল রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিকসংগঠনসহ সর্বস্তরের জনগণ।

শ্রদ্ধা জানাতে আসেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। কাস্তেহাতুড়ি খচিত ওয়ার্কার্স পার্টির পতাকা দিয়ে আন্তর্জাতিক সঙ্গীতের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা সভাপতি সিকান্দর আলী, সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন শম্পা, দীনবন্ধু পালসহ জেলা শাখার নেতৃবৃন্দ।

সিলেট-২ আসনের সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে ১৪ দল, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাংলাদেশ জাসদ সিলেট জেলা ও মহানগরের পক্ষে অ্যাডভোকেট জাকির হোসেনসহ নেতৃবৃন্দ, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, জাসদ সিলেট জেলা ও মহানগরের পক্ষে এ কে কিবরিয়া চৌধুরী, গিয়াস আহমেদ, আমিরুল আসলাম চৌধুরী এহিয়া, সাম্যবাদী দল সিলেট জেলা সম্পাদক কমরেড ধীরেন সিংহ, কমরেড ব্রজগোপাল চৌধুরী, বাসদ মার্কসবাদী সিলেটের সমন্বয়কারী উজ্জ্বল রায়, অ্যাডভোকেট হুমায়ুর রশিদ সুয়েব, বাসদ সিলেটের সমন্বয়ক আবু জাফর, প্রণব জ্যোতি পাল, উদীচী সিলেট জেলা সভাপতি এনায়েত হাসান মানিক, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বাসদ মাকর্সবাদী পাঠচক্র ফোরামের সংগঠক শুশান্ত সিনহা, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, ডা. আরমান আহমেদ শিপলু, সংবাদপত্র হকার্স সমিতি, জাতীয় শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ যুবমৈত্রী, বাংলাদেশ নারীমুক্তি সংসদ, বাংলাদেশ ছাত্রমৈত্রী, দূর্নীতিমুক্ত বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

প্রসঙ্গত, আবুল হোসেন গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বিএ-০৫