কানাইঘাটে বিষ প্রয়োগে ৭০টি হাঁস মেরে ফেলার অভিযোগ

কানাইঘাট প্রতিনিধি


নভেম্বর ২১, ২০২০
০৯:০৩ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২১, ২০২০
০৯:০৩ অপরাহ্ন



কানাইঘাটে বিষ প্রয়োগে ৭০টি হাঁস মেরে ফেলার অভিযোগ

সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ফতেগঞ্জ গ্রামে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রতিহিংসাপরায়ণ হয়ে এক খামারির ৭০টি হাঁস বিষ প্রয়োগ করে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ থেকে জানা যায়, গত ১৫ নভেম্বর ফতেগঞ্জ গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র হাঁস খামারি কুতুব উদ্দিন একটি মামলা সংক্রান্ত কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে একই গ্রামের নুর উদ্দিনের পুত্র রাসেল রবির বাড়ি দেখিয়ে দিলে রাসেল রবি কুতুব উদ্দিনকে দেখে নেবেন বলে হুমকি দেন। এরপর গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হাঁস খামারি কুতুব উদ্দিন তার ১২০টি হাঁস ডোবায় ছেড়ে দেওয়ার পর সেখানে বিষ প্রয়োগ করেন রাসেল রবি। এতে কুতুব উদ্দিনের ৭০টি হাঁস মারা যায়।

বিষ প্রয়োগ করে হাঁস মারার ঘটনায় এলাকায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনায় হাঁসের মালিক কুতুব উদ্দিন বাদী হয়ে রাসেল রবির বিরুদ্ধে কানাইঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

 

এমআর/আরআর-০৯