গোলাপগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২০
০২:৩২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২২, ২০২০
০২:৩২ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তাৎক্ষণিক আশেপাশের লোকজন ও হাসপাতালের স্টাফদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই অনেক দামি আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্টাফ কোয়ার্টারে থাকা ফ্রিজ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন বলেন, 'হাসপাতালের একটি স্টাফ কোয়ার্টারের কক্ষ থেকে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেই। তবে তারা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় এলাকাবাসী ও হাসপাতালের স্টাফদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। কোয়ার্টারে থাকা ফ্রিজ থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।'
এফএম/আরআর-১১