সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২২, ২০২০
০৬:২৪ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২২, ২০২০
০৬:২৪ পূর্বাহ্ন
সিলেটের বিয়ানীবাজার থেকে ৪০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হোসাইন আহমদ (৩০) মৌলভীবাজার জেলার বড়লেখার বড়াইল গ্রামের বিলাল মিয়ার ছেলে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফর রহমান জানান, শুক্রবার রাতে বিয়ানীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়ক থেকে হোসাইন আহমদকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিএ-০৪