দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে এসডিএফ

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২২, ২০২০
০২:৫০ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২২, ২০২০
০২:৫০ পূর্বাহ্ন



দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে এসডিএফ
কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম বলেছেন- ‘স্যোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। এসডিএফ সফলতার সঙ্গে দিন দিন এগিয়ে যাচ্ছে। তাদের সহযোগিতায় গ্রামের দরিদ্র ও অতিদরিদ্র মানুষ তাদের জীবনমানের উন্নয়ন ঘটাচ্ছে।

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে জেলা প্রশাসক এ কথা বলেন।

গতকাল শনিবার নগরের বালুচরে এসডিএফ’র কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এসডিএফ সিলেটের কো-অর্ডিনেটর মো. শরিফুল আজাদের সভাপতিত্বে ও জেলা কর্মকর্তা সৈয়দ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেট গ্যাস ফিল্ডস্’র পরিচালক সৈয়দ এপতার হোসেন পিয়ার।

আরও উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য রাজন, এসডিএফ’র গ্রাম সমিতির সভাপতি হাসিনা বেগম।

আরসি-০২