কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২০
০৬:২৬ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২২, ২০২০
০৬:২৬ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন টুকেরগাঁও আদর্শ ক্লাবের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় টুকের বাজার পাঠাগারে টুকেরগাঁও আদর্শ ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তফা কামাল জালালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার ও বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, টুকের বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি মুক্তিযুদ্ধা আব্দুর রউফ, সদস্য সফর মিয়া, টুকের বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি রমজান আলী, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন, আওয়ামীলীগ নেতা আজমান ভূইয়া, আব্দুল আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী রইছ মিয়া, কোম্পানীগঞ্জ বারকী শ্রমিক সমিতির সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, কোম্পানীগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ, টুকের বাজার সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাশিম, সাধারণ সম্পাদক মনফর আলী।
অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুকেরগাঁও আদর্শ ক্লাবের সাবেক সভাপতি রাসেল আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, টুকেরগাঁও আদর্শ ক্লাবের নির্বাচন পরিচালনা আহ্বায়ক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব মোস্তফা জালাল, সদস্য ডা. ওয়াহিদ রেজা, রাসেল আহমদ, সেলিম মিয়া, হুমায়ন কবির, হোসাইন আলী ও টুকেরগাঁও আদর্শ ক্লাবের নব নির্বাচিত সভাপতি রাইসুল ইসলাম রাজন, সিনিয়র সহ-সভাপতি সেলিম খন্দকার, সহ-সভাপতি রুমেল আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সম্পাদক আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ, অর্থ সম্পাদক আশিক মিয়া, ক্রীড়া সম্পাদক খায়রুল আমিন, সমাজকল্যাণ সম্পাদক মুর্শেদ আলম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহসান হাবীব বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আহমদ, দপ্তর সম্পাদক রাসেল আহমদ, কার্যকরী সদস্য ওবায়দুল ইসলাম ও কামরুজ্জামান কালনসহ টুকের বাজার ব্যবসায়ী ও আদর্শ ক্লাবের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে টুকেরগাঁও আদর্শ ক্লাবের পক্ষ থেকে নব নির্বাচিত কোম্পানীগঞ্জ বারকি শ্রমিক সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, কোম্পানীগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, টুকের বাজার সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সংবর্ধনা দেওয়া হয়।
কেএ/বিএ-০৮