ওসমানীনগরে তরুণীর লাশ উদ্ধার

ওসমানীনগর প্রতিনিধি


নভেম্বর ২৩, ২০২০
০১:৩১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৩, ২০২০
০২:৪৭ পূর্বাহ্ন



ওসমানীনগরে তরুণীর লাশ উদ্ধার

সিলেটের ওসমানীনগরে গলায় ফাঁস দিয়ে 'আত্মহত্যা' করেছেন এক তরুণী। ওই তরুণীর নাম নাজমিন বেগম (২১)। তিনি উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের আলীপুর গ্রামের আব্দুল মুমিনের মেয়ে।

খবর পেয়ে আজ রবিবার (২২ নভেম্বর) বিকেলে ঘটনাস্থল থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে ওসমানীনগর থানার পুলিশ। 

জানা যায়, নাজমিন বেগম রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সবার অজ্ঞাতে তার বাড়ির পূবের ঘরের চালার সঙ্গে ওড়না বেঁধে তা গলায় পেঁচিয়ে ফাঁস লাগিয়ে 'আত্মহত্যা' করেন।

লাশ উদ্ধারকারী ওসমানীনগর থানার এসআই সুবিনয় বৈদ্য বলেন, রবিবার বিকেলে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

ইউডি/আরআর-১১