নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২০
০২:৪৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৩, ২০২০
০২:৪৩ পূর্বাহ্ন
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘কাজের গুণগত মান ও টেকসই উন্নয়নে গুরুত্ব দিচ্ছি। নিয়মিত সিসিকের কর্তব্যরত কর্মকর্তারা প্রকল্প এলাকা পরিদর্শন করছেন।’
রবিবার (২২ নভেম্বর) নগরের চৌহাট্টা-দরগা গেইট-আম্বরখানায় সিসিকের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে উন্নয়ন কাজ পরিদর্শন করেন সিসিক মেয়র। সড়ক প্রসস্থকরণ, ড্রেন ও ফুটপাত নির্মাণ এবং ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের নির্মান কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন মেয়র।
মেয়র আরও বলেন, ‘নগরের সড়কগুলো প্রসস্থকরণের কাজে রাস্তার পাশের জমির মালিকগণ সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। তাদের দানশীল ভূমিকায় নগরের সড়কগুলো অনেক প্রসস্থ হয়েছে। চলমান প্রকল্পগুলো কাজ সমাপ্ত হলেই এর সুফল পাবেন নগরবাসি।’
এসময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাঠোয়ারী প্রমুখ।
বিএ-১৭