সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৩, ২০২০
০৬:৩০ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৩, ২০২০
০৬:৩০ পূর্বাহ্ন
কবরস্থানের জন্য নির্ধারিত জমিতে গৃহ নির্মাণ ও বিক্রয় প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
রবিবার সিলেট নগরের উত্তর কাজীটুলা এলাকার আল্লাহু চত্বরে কবরস্থানের নির্ধারিত জমির সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কবরস্থানের জমি রক্ষায় মৌরশি ওয়ারিশবৃন্দের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাদল খাঁন, মোছা. বাবলী বেগম, রেবা বেগম, মিনা বেগম, মানিক মিয়া, মো. মতিন, নুরুল আমিন, লীলা বিবি, দোলারী বেগম, শেফালী, হেনা বেগম, রিনা বেগম, আনোয়ারা বেগম, সাহেদা বেগম, লুৎফা বেগম, আতোয়ার খানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা জানান, সিলেট নগরের উত্তর কাজিটুলা উচা সড়কের পার্শবর্তী ২৩ শতক ভূমি কবরস্থানের জন্য রেজিস্ট্রারি করা হয়। এই ভূমিসহ ৯১১৭ নম্বর দাগ উল্লেখ পূর্বক ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সিলেট জেলা যুগ্ম জজ আদালতে মামলা (মামলা নম্বর-২১৮) দায়ের করা হয়। এই বিষয়ে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনসহ বিভাগীয় কমিশনার কার্যালয়, সিলেট জেলা প্রশাসকের কার্যালয় ও কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়।
আরসি-০৩