‘ট্রাফিক আইন মানলে দুর্ঘটনা রোধ হবে’

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৩, ২০২০
০৬:৫৭ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৩, ২০২০
০৬:৫৭ পূর্বাহ্ন



‘ট্রাফিক আইন মানলে দুর্ঘটনা রোধ হবে’
শ্রমিকদের পরিবারে অর্থ সহায়তা প্রদান

সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন বলেছেন, ‘যানবাহনের চালকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। চালকদের ট্রাফিক আইন সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং আইন মানতে হবে। আইন মেনে গাড়ি চালালেই দুর্ঘটনা কমে আসবে।’

মৃত্যুবরণকারী ২৮ জন শ্রমিকের পরিবারে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গতকাল রবিবার পারাইচক এলাকায় সংগঠনের কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ২৮টি পরিবারে ৬ লাখ টাকা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আরও বলেন, ‘বিপদগ্রস্থ ট্রাক চালকদের পরিবারের পাশে থাকা ও সহযোগিতা করা নৈতিক দায়িত্ব। মৃত্যুবরণকারী ট্রাক চালকদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অত্যন্ত প্রশংসনীয়।

সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের নেতা গোলাম হাদী ছয়ফুল। উপস্থিত ছিলেন, জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, সহ সাংগঠনিক সম্পাদক রাজ্জিক লিটু, সাবেক নির্বাচন কমিশনার মনতাজ মিয়া, জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো. জুবের আহমদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক আলী আহমদ স্বপন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক সামাদ রহমান, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু প্রমুখ।

আরসি-০৪