বেতন গ্রেড উন্নীতকরণের দাবি প্রশাসন কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২৩, ২০২০
০৭:০৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৩, ২০২০
০৭:০৬ পূর্বাহ্ন



বেতন গ্রেড উন্নীতকরণের দাবি প্রশাসন কর্মচারীদের
কর্মচারীদের কর্মবিরতি শুরু

পদোন্নতি ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি শুরু করেছেন জেলা প্রশাসনের কর্মচারীরা।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) সিলেট জেলা শাখার উদ্যোগে রবিবার কর্মবিরতি শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করেন।

কর্মবিরতি চলাকালে সমিতির নেতৃবৃন্দ ১১ থেকে ১৬ গ্রেডের কর্মচারীদের পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবি জানান। বক্তারা বলেন, ‘পদবি পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু তা আজও বাস্তবায়ন হয়নি। অবিলম্বে পদোন্নতি ও বেতন গ্রেড উন্নীত করতে হবে।’

বাকাসসের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ২৬ নভেম্বর পর্যন্ত এবং ২৯ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সকাল ৯টায় খাতায় স্বাক্ষর করে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি এবং অফিস চত্বরে ব্যানারসহ অবস্থান কর্মসূচি পালন করা। দাবি বাস্তবায়ন না হলে আগামী ৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় সারাদেশের মতো সিলেট জেলায় মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তারা।

আরসি-০৫