নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২০
০৯:৪৫ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৩, ২০২০
১১:৫৮ অপরাহ্ন
সিলেট নগরের আম্বরখানা এলাকায় বেপরোয়া গতির ট্রাক চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম ইমরান আহমদ ডালি (২২)। তিনি সিলেট সদর উপজেলার রঙ্গিটিলা এলাকার মো. লাল মিয়ার ছেলে।
আজ সোমবার (২৩ নভেম্বর) ভোর রাত পৌণে ৩টার দিকে আম্বরখানার হোটেল পলাশের সামনে এই দুর্ঘটনা ঘটে।
ট্রাক চাপায় যুবকের মাথা থেতলে গেছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৫৪৯৩) আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।
দুর্ঘটনায় নিহতের পরিচয় পাওয়া না গেলেও স্থানীয়রা বলছেন নিহত যুবকের বাড়ি শহরতলীর বাইশটিলা এলাকায়।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আমির উদ্দিন। তবে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।
তিনি জানান, ঘটনাস্থলে বিমানবন্দর থানার ওসি (তদন্ত)সহ পুলিশ সদস্যরা রয়েছেন। ঘটনার বিস্তারিত তারা তদন্ত করছেন।
এই বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। কিন্তু ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
আরসি/এএফ/০২