কানাইঘাটে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কানাইঘাট প্রতিনিধি


নভেম্বর ২৩, ২০২০
১০:০৮ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৪, ২০২০
১২:৩৯ পূর্বাহ্ন



কানাইঘাটে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সিলেটের কানাইঘাটে যুবনেতা আলম উদ্দিন আলমের উপর থেকে অবিলম্বে 'মিথ্যা' মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

রবিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার বড়বন্দ বাজারে যুব সমাজ ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

এ সময় এলাকার মুরব্বী আব্দুর রহমানের সভাপতিত্বে ও সেলিম আহমদের পরিচালনায় যুবসমাজের পক্ষ থেকে বাবুল আহমদ ও সচেতন মহলের পক্ষে মো. হারিছ উদ্দিনসহ বেশ কয়েকজন বক্তব্য দেন। 

তারা আলম উদ্দিন আলমের উপর থেকে অবিলম্বে 'মিথ্যা' মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, গত ৬ আক্টোবর জৈন্তাপুর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে যে মামলা দায়ের করা হয়েছে ওই মামলায় যুবনেতা আলমকে পরিকল্পিতভাবে ফাঁসানোর উদ্দেশে ৩ নম্বর আসামি করা হয়েছে।

আলম এ বিষয়ে কিছুই জানেন না দাবি করে বক্তারা বলেন, একটি পক্ষ পূর্বশত্রুতার জেরে আলমকে হয়রানি করার জন্য এ মামলায় জড়িয়েছে, যার কারণে আলম খুব সহজে মামলা থেকে জামিন পেয়েছেন। কিন্তু বর্তমানে বাদীকে দিয়ে তাকে প্রতিনিয়ত দেশের বিভিন্ন থানায় আরও মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে।

তারা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আর্কষন করে ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে অবিলম্বে আলম উদ্দিন আলমের উপর থেকে 'হয়রানিমূলক মিথ্যা' মামলা প্রত্যাহার করার জোর দাবি জানিয়েছেন।

 

এমআর/বিএন-০৩/আরআর-০৩