শাবি প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২০
১০:১৮ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৪, ২০২০
০৩:২১ পূর্বাহ্ন
শিক্ষা কার্যক্রম সচল রাখতে আগামী ১৫ দিনের মধ্যে ডিভাইস ক্রয় বাবদ সুদবিহীন ঋণ পাবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৭০৩ জন শিক্ষার্থী।
আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর নির্দেশনা মোতাবেক আমরা তালিকা প্রস্তুত করেছি। তালিকাভুক্ত শিক্ষার্থীদের মাঝে আগামী ১৫ দিনের মধ্যে সুদবিহীন ঋণ প্রদান শুরু হবে। তবে এর আগে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশ নিতে গত ৪ মাস থেকে ডাটা সুবিধা দিয়ে আসছি। তবে আমাদের কিছু শিক্ষার্থীর অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার মতো প্রয়োজনীয় ডিভাইস ছিল না। তাই আমরা চেষ্টা করেছি এ সমস্যা সমাধান করার। তবে ইউজিসি সমস্যাটি সমাধানের উদ্যোগ নেওয়ায় আমাদের কাজটি সহজ হয়েছে।’
শিক্ষার্থীদের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘করোনার মধ্যেও আমার কয়েকদফায় অস্বচ্ছল ও বন্যাকবলিত শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা দিয়েছি। আশা করি বর্তমানে আমাদের শিক্ষার্থীদের আর কোনো সমস্যা নেই।’
এইচএন/বিএন-০৪/আরআর-০৪