জৈন্তাপুর প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২০
০১:১০ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৪, ২০২০
০১:১০ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুরের সর্ববৃহৎ ও সর্বপ্রথম ফটোগ্রাফি সংগঠনের উদ্যোগে উপজেলা ডিবির হাওর লাল শাপলা বিলের রাস্তায় ছায়া সৃষ্টির লক্ষ্যে মুজিববর্ষ ২০২০ এর দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জৈন্তা ফটোগ্রাফি সোসাইটির (জেপিএস) বাস্তবায়নে, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখা এবং শিক্ষানুরাগী ও সমাজসেবী মো. ফখরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমানের সার্বিক সহযোগিতায় জৈন্তাপুর উপজেলার লাল শাপলা বিলের রাস্তায় দ্বিতীয় পর্যায়ে শিমুল, জারুল, হিজল, করচ, কদম ও তাল গাছসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৪শ বৃক্ষের চারা রোপণ করা হয়।
বৃক্ষের চারা রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন।
প্রধান অথিতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন বলেন, জৈন্তাপুর উপজেলার পর্যটনপ্রেমী ফটোগ্রাফার এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ব্যাপক প্রচারের কারণে ২০১৪ সাল থেকে জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকার লাল শাপলা বিল, ডিবি বিল, ইয়াম বিল, হরফকাটা বিল ও কেন্দ্রী বিল বিশ্ববাসীর কাছে পরিচিতি লাভ করে। ইতোমধ্যে জৈন্তাপুর উপজেলার সর্ববৃহৎ ও একমাত্র জৈন্তা ফটোগ্রাফি সোসাইটি’র আন্তরিক প্রচেষ্টায় পর্যটকদের সুবিধার্থে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখা ও সমাজসেবীদের সহায়তায় মুজিববর্ষকে সামনে রেখে রাস্তার পাশে বৃক্ষের চারা রোপণ করে যে মানবিক অবদান সৃষ্টি করেছেন তা প্রশংসার দাবি রাখে। আমি এলাকাবাসী, শাপলা বিল সুরক্ষা কমিটি, সংশ্লিষ্ট এলাকার বিজিবিসহ আগত পর্যটকদের কাছে অনুরোধ রাখছি, তারা যেন বৃক্ষের চারা সুরক্ষা ও পরিচর্যায় সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট ফটোগ্রাফি সোসাইটি’র সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, জগলুল হায়াৎ, আব্দুল মোনায়েম, জৈন্তা ফটোগ্রাফি সোসাইটির প্রধান এডমিন সহকারী অধ্যাপক মো. খায়রুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান এখলাছুর রহমান, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি ভানু চন্দ্র নাথ, সহ-সভাপতি সমর মোহন ধর, সাধারণ সম্পাদক সোহেব আহমদ, সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ, জৈন্তা ফটোগ্রাফি সোসাইটির মডারেটর মো. রেজওয়ান করিম সাব্বির, আবুল হোসেন মো. হানিফ, প্যানেল চেয়ারম্যান আহমদ আলী, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সদস্য অরুনাংশ দাশ, গৌতম চন্দ্র সূত্রধর, আব্দুল জব্বার, ইশতিয়াক আহমদ, সাহাব উদ্দিন, দোলোয়ার হোসেন, মোর্শেদা বেগম, জাবেল খলিল চৌধুরী ও সানজিদা ইসরাত।
আরকে/আরআর-০৮