নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২০
০২:২৫ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৪, ২০২০
০২:২৬ পূর্বাহ্ন
বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।
আজ সোমবার (২৩ নভেম্বর) সিলেট জেলা পরিষদ হলরুমে মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আলোচনা সভা ও সিলেট বিভাগীয় সম্মেলনে এই কমিটি গঠন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি, কৃষকলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ হাওলাদার।
সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদের সভাপতিত্বে, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান বীরু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক নুর হোসেন, কেন্দ্রীয় কমিটির নারীনেত্রী ও গাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রাজবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এমদাদুল হক, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, ময়মনসিংহ বিভাগের সাধারণ সম্পাদক আতাউল করিম রাসেল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুল আলম আজাদ, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোয়েব আহমদ, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গবিন্দ দাস, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা।
সম্মেলনে পবিত্র কোরআন তেলাওয়াত করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া। গীতা পাঠ করেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী (বাবুল)। আলোচনা সভা ও বিভাগীয় সম্মেলনে সিলেট বিভাগের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।
এএন/০৫