সরকারি নির্দেশনা অমান্য করে বৃত্তি পরীক্ষা, মণিপুরি ছাত্র সমিতির ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২৪, ২০২০
০৫:২৯ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৪, ২০২০
০৫:৩৩ পূর্বাহ্ন



সরকারি নির্দেশনা অমান্য করে বৃত্তি পরীক্ষা, মণিপুরি ছাত্র সমিতির ব্যাখ্যা

করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকা সত্ত্বেও শিশুদের স্কুলে ডেকে এনে বৃত্তি পরীক্ষা গ্রহণ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে মণিপুরি ছাত্র সমিতি (বামছাস)।  

গত ২১ নভেম্বর দৈনিক সিলেট মিরর অনলাইনে ‘সরকারি নির্দেশনা অমান্য করে নগরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত’ শিরোনামে সংবাদ প্রকাশের পর এ ব্যাপারে ব্যাখ্যা দেন বামছাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস. কেশব সিংহ।

নিজের ব্যাখ্যায় তিনি বলেন, ‘যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ও প্রশাসনের অবগতি সাপেক্ষে সিলেট বিভাগের মণিপুরি অধ্যুষিত সকল জেলা-উপজেলার মতো সিলেটের রাজা জি.সি. উচ্চ বিদ্যালয়সহ বিভাগের মোট ৬টি কেন্দ্রে একযোগে স্কলারশিপ পরীক্ষা গ্রহণ করা হয়েছে। 

সিলেট মিরর অনলাইনে কোনো এক ভুল সূত্রের ভিত্তিতে স্বাস্থ্যবিধি না মানার মতো কথা সম্বলিত কিছু অংশ ভুলভাবে পরিবেশিত হয়েছে বলে তিনি দাবি করেছেন।   

প্রতিবেদকের বক্তব্য : পরীক্ষা গ্রহণে স্বাস্থ্যবিধি মানা হয়নি বলে প্রতিবেদনের কোথাও বলা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে- করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে যেখানে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে, এসএসসি ও এইচএসসিসহ গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষাতেও যেখানে অটোপাস দেওয়া হচ্ছে সেখানে রাজা জিসি হাইস্কুলে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের ডেকে এনে বৃত্তি পরীক্ষা নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা সত্ত্বেও বৃত্তি পরীক্ষা গ্রহণের বিষয়টি সংগঠনের সাধারণ সম্পাদক এস. কেশব সিংহ নিজেই স্বীকার করেছেন।

আরসি/এনপি