বটেশ্বর থেকে দুই নাইজেরিয়ান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২৪, ২০২০
০৬:২৩ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৪, ২০২০
০৬:২৩ পূর্বাহ্ন



বটেশ্বর থেকে দুই নাইজেরিয়ান গ্রেপ্তার

সিলেটের জাফলং সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করা নাইজেরিয়ান দুই নাগরিককে গ্রেপ্তার করেছে র‌্যাব। চুকুদি প্যাট্রিক নিগি (৪৩) ও আলেগবে ওসাস লাকিকে (৪২) গত শনিবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ এর অপারেশন কমান্ডার মো. কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে একটি ভুয়া পাসপোর্ট, বিমানের একটি টিকেট, ড্রাইভিং লাইসেন্স ১টি, ৪ হাজার ৩২০ ভারতীয় রুপি, ১ হাজার ৩০০ বাংলাদেশি টাকা, দুইটি মোবাইল ফোন ও দুইটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, ভারত থেকে সিলেটের জাফলং সীমান্ত দিয়ে নাইজেরিয়ান এই দুই নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেন। সিলেটের শহরতলীর বটেশ্বর বাজারে পৌঁছালে র‌্যাব তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে ‘ফরেনার অ্যাক্ট’ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়। তারা কেন বাংলাদেশে অনুপ্রবেশ করেছে তা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়নি বলে জানিয়েছেন মো. কামরুজ্জামান।

বিএ-০৩