নগরে নববধূ হত্যা : স্বামীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২৪, ২০২০
০৬:৪৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৪, ২০২০
০৬:৪৬ পূর্বাহ্ন



নগরে নববধূ হত্যা : স্বামীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

সিলেট নগরের কাজীটুলায় নববধূ সৈয়দা তামান্না বেগমকে হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার ২৩ (নভেম্বর) দিবাগত রাতে নিহতের ভাই সৈয়দ আনোয়ার হোসেন রাজা বাদী হয়ে কতোয়ালি থানায় এই মামলা দায়ের করেন (মামলা নং ৫৮)। মামলায় নিহতের স্বামী মো. আল মামুনসহ ৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা। 

তিনি সিলেট মিররকে বলেন, নিহতের ভাই মামলাটি করেছেন। মামলায় নিহতের স্বামীসহ ৬ জনকে আসামি করা হয়েছে। তারা পলাতক রয়েছেন। 

আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মামলায় নিহতের স্বামী মামুন ছাড়াও অন্য আসামিরা হলেন- এমরান, পরভীন, মাহবুব সরকার, বিলকিস ও শাহনাজ। 

এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। 

বিএ-০৪