সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৪, ২০২০
০৭:২২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৪, ২০২০
০৭:২২ পূর্বাহ্ন
সিলেট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা, ইউনিয়ন আনসার কমান্ডার, ইউনিয়ন দলনেতাদের মধ্যে ১৮টি বাই সাইকেল ও ইউনিয়ন দলনেত্রীদের মধ্যে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার নগরের আখালিয়াস্থ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁনের সভাপতিত্বে ও সার্কেল অ্যাডজুট্যান্ট এএসএম এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আনসার কমান্ডার ও দলনেত্রীগণ বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জ পরিচালক মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘দেশ ও সমাজের উন্নয়নে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি মানব সেবা ও জনকল্যাণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
আরসি-০২