সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৪, ২০২০
০৮:১১ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৪, ২০২০
০৮:১৯ পূর্বাহ্ন
‘শুধু নির্দিষ্ট দিনে মওলানা ভাসানীকে স্মরণ করলে চলবে না; সবার সামনে মওলানা ভাসানীর কীর্তি তুলে ধরতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মকে ভাসানী সম্পর্কে জানাতে হবে।’
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
সোমবার বিকেলে সিলেট নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ন্যাপ (ভাসানী) সিলেট জেলা ও বিভাগীয় কমিটির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) কেন্দ্রীয় চেয়ারম্যান বঙ্গদ্বীপ এম এ ভাসানী।
তিনি বলেন, ‘বৃটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের সকল আন্দোলন-সংগ্রাম ও স্বাধীনতা অর্জনের পথে মওলানা ভাসানীর অসামান্য অবদান রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য জন্মদিন আর মৃত্যুদিবসের মতো নির্দিষ্ট দিন ছাড়া আমরা তাঁকে স্মরণ করি না। নতুন প্রজন্মের বেশিরভাগের কাছ থেকেই মওলানা ভাসানী হারিয়ে যাচ্ছেন। ভাসানীর অবদান নতুন প্রজন্মকে জানাতে হলে তাঁকে শুধু নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ রাখলে হবে না। ভাসানীর কথা সবার সামনে তুলে ধরতে হবে।’
ন্যাপ ভাসানী সিলেট জেলা শাখার সভাপতি এম এ আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট বিভাগীয় সভাপতি এম জে কিবরিয়া।
বক্তব্য দেন, সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক কবি কামাল আহমদ, এম এ আলী জালালাবাদী, মো. ইনু, সাংবাদিক এপলু।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা ভাসানী ছাত্র ফ্রন্ট নেতা কাজী পলাশ, মো. সাহেদ আহমেদ প্রমুখ।
আরসি-০৩