ওসমানীনগরে কৃষক লীগের আনন্দ মিছিল ও সভা

ওসমানীনগর প্রতিনিধি


নভেম্বর ২৫, ২০২০
১২:২৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৫, ২০২০
১২:২৮ পূর্বাহ্ন



ওসমানীনগরে কৃষক লীগের আনন্দ মিছিল ও সভা

ধান-চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে সিলেটের ওসমানীনগর উপজেলা কৃষক লীগ। মিছিল শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. মোস্তাক আহমেদ। ওসমানীনগর উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক লিলুউর রহমান পংকির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য ও সিলেট জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ হোসেন রব, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়ছল হোসেন সুমন, সিলেট জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক রায়হান আহমদ এমরান।

সভায় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সালাউদ্দিন ছালাই, যুগ্ম-আহ্বায়ক আব্দুল মতিন, সদস্য মানিক মিয়া, আজাদ মিয়া প্রমুখ।

 

ইউডি/আরআর-০৭