বিশ্বনাথ প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২০
১২:৪২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৫, ২০২০
১২:৪২ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের পীরের বাজার-ধরারাই মান্দারুকা সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। ১ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান আজাদ, আওয়ামী লীগ নেতা সামছু মিয়া লয়লুছ, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র দেবনাথ, সংগঠক শহীদ আহমদ প্রমুখ।
পরে বিকেলে সংসদ সদস্য মোকাব্বির খান উপজেলার দেওকলস ইউনিয়নের কালিগঞ্জ বাজার-মৌজপুর গ্রামীণ সড়ক পরিদর্শন করেন।
এমএ/আরআর-০৮