ওসমানীনগর প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২০
০১:০৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৫, ২০২০
০১:০৩ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে প্রয়াত শিক্ষানুরাগী, সমাজসেবক ও জালালিয়া পরিষদের উপদেষ্টা পরিষদের সভাপতি আব্দুল মতিন চৌধুরী স্মরণে ঈসালে সাওয়াব উপলক্ষে কুরআন শরীফ ও বুখারী শরীফ খতম, মিলাদ মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের উদ্যোগে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) নরগরীকাপন জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। সকাল ৯টায় শুরু হওয়া এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা কমরুদ্দিন চৌধুরী ফুলতলী।
জালালিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবীর পরিচালনায় এ সময় বক্তব্য দেন, প্রবাসী সেলিম চৌধুরী, শামীম চৌধুরী, অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলাম, তালামীযের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুনুর রহমান লেখন, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আবু ছালেহ আল মাহমুদ, মাওলানা আছকর আলী, মাওলানা আকতার আলী, মাওলানা আব্দুল মুছাব্বির রাঙ্গাপুরী, কাজী মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা সুলতান আহমদ, হাফিজ তৌরিছ আলী ও মাওলানা মজতকা আহমদ মিছল।
মাহফিলে উপস্থিত ছিলেন, আজির উদ্দিন (ইউপি সদস্য), ধন মিয়া, নুর হোসেন (ইউপি সদস্য), মাওলানা ইউনুছ আলী, সোনাফর আলী, হাফিজ মখলিছুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম ও মাওলানা ছালেহ আহমদ প্রমুখ।
ইউডি/আরআর-১০