গোলাপগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২০
০২:৩৭ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৫, ২০২০
০২:৩৭ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে ১৩ জন ব্যক্তির কাছ থেকে ২ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস বলেন, 'আজ ঢাকাদক্ষিণ বাজারে স্বাস্থ্যবিধি অমান্য করে চলায় ১৩ জনকে জরিমানা করা হয়েছে। চলমান শীতকালীন সময়ে করোনা ব্যাপক আকারে বাড়ার আশঙ্কা দেখা দেওয়ায় আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।'
এফএম/আরআর-১৯