মাস্ক না পড়ায় সিলেটে ১০৭ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২৪, ২০২০
১০:৫৬ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৫, ২০২০
০৪:১৩ পূর্বাহ্ন



মাস্ক না পড়ায় সিলেটে ১০৭ জনকে জরিমানা

আসন্ন শীতে বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ আসার আশঙ্কা রয়েছে। তাই সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকার ‘নো মাস্ক, নো সার্ভিস’ কর্মসূচির ঘোষণাও দিয়েছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরাও করোনা সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহারে জোর দিচ্ছেন। তবে তা মানছেন না বেশিরভাগ মানুষ। তাই মাস্ক ব্যবহার নিশ্চিত করা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে প্রশাসন। গতকাল মঙ্গলবার অভিযানে ১০৭ জনকে জরিমানা করা হয়।

করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান নিশ্চিত করতে মঙ্গলবার মহানগরসহ সিলেট জেলার সকল উপজেলায় ১৮ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় মাস্ক ব্যবহার না করার কারণে ১০৭ জনকে জরিমানা করা হয়। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মেজবাহ উদ্দিন সিলেট মিররকে বলেন,‘মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমাদের অভিযান চলমান আছে। আগামীতে আরও ব্যাপকভাবে এই অভিযান পরিচালিত হবে।’

বিএ-২০