গোলাপগঞ্জে জাতীয় বিজ্ঞান মেলা

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৫, ২০২০
০১:১১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৫, ২০২০
০১:১১ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে জাতীয় বিজ্ঞান মেলা

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মেলা উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ ন ম বদরুদ্দোজা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিত পাল, উপজেলা সহকার প্রোগ্রামার প্রণব সিংহ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, বাগিরঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদির হাসনাত, একাডেমিক সুপারভাইজার আব্দুল হামিদ প্রমুখ।

পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় ১২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এ সময় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলা শেষে শ্রেষ্ঠ স্টল ও কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

বিএ-০২