সিসিকের অভিযান, তিন মামলায় ১৩ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২৫, ২০২০
০১:১৭ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৫, ২০২০
০১:১৭ পূর্বাহ্ন



সিসিকের অভিযান, তিন মামলায় ১৩ হাজার টাকা জরিমানা

সড়ক দখল করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিলেট সিটি করপোরেশন। তাদের কাছ থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল মঙ্গলবার নগরের বন্দরবাজার এলাকায় সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করে। আদালতের নেতৃত্বে ছিলেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ। সিলেট মহানগর পুলিশ, বাজার শাখার কর্মকর্তা-কর্মচারী, লাইসেন্স শাখা ও রাজস্ব শাখার কর্মকর্তা কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন। নগরে রাস্তা দখল, অবৈধ গাড়ি পার্কিং, বকেয়া হোল্ডিং ট্যাক্স ও পানির বিল আদায়ে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলে জানিয়েছে সিটি করপোরেশনের জনসংযোগ শাখা।

বিএ-০৪