মাস্কের ব্যবহার নিশ্চিতে তৎপর কানাইঘাটের প্রশাসন

কানাইঘাট প্রতিনিধি


নভেম্বর ২৫, ২০২০
০৫:০৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৫, ২০২০
০৬:৫৩ অপরাহ্ন



মাস্কের ব্যবহার নিশ্চিতে তৎপর কানাইঘাটের প্রশাসন

শীতের শুরুতে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার করোনার সংক্রমণ ঠেকাতে সরকার স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কঠোর নির্দেশনা জারি করেছে। সবাইকে মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সরকারি নির্দেশনা বাস্তবায়নে কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জী মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন। 

গত সোমবার (২৩ নভেম্বর) আলেম-উলামাদের সঙ্গে মতবিনিময়ের পর গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চতুল বাজারে করোনা থেকে জনসাধারণকে সচেতন করার জন্য মাস্ক বিতরণের পাশাপাশি সবাইকে মাস্ক ব্যবহার করার জন্য বাজারে সচেতনামূলক কার্যক্রম চালান নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জী। 

এ সময় তিনি ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজারের দু'টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা এবং মাস্ক না পরার কারণে ৩ জনকে নগদ ৪শ টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জী বলেন, ‘করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা শীত মৌসুমে বেড়েই চলছে। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সবাই যাতে মাস্ক পরেন, এক্ষেত্রে মাঠ পর্যায়ে প্রশাসনকে কঠোর হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছি এবং সবাইকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘এখন থেকে জনসাধারণকে মাস্ক ব্যবহার করতে মোবাইল কোর্টে জরিমানার পাশাপাশি উপজেলার প্রত্যেকটি হাট-বাজারে অভিযান চালানো হবে। শিগগির সকল বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে নিয়ে আমরা  বৈঠকে বসব। বাজারে যারা কেনাকাটার জন্য আসবেন তাদেরকে মাস্ক পরে আসতে হবে। এক্ষেত্রে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করব।’

তিনি আরও বলেন, ‘সরকার যাতে করে আমরা সবাই ভালো থাকি এজন্য সব পদক্ষেপ নিয়েছেন। ইতোমধ্যে সকল সরকারি অফিসে নো মাস্ক, নো সার্ভিস কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, দেশে করোনার প্রাদুর্ভাবের শুরুতে কানাইঘাটে করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যুসহ কয়েক’শ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলেন। শীতের শুরুতে গত এক সপ্তাহে নতুন করে কানাইঘাটে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

 

এমআর/বিএন-০২/আরআর-০২