নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২০
১২:৩১ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৬, ২০২০
১২:৩১ পূর্বাহ্ন
সিলেট নগরে সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে ৬ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন সিসিকের ভ্রাম্যমাণ আদালত। দায়ীদের স্বীকারোক্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠোনগুলোর কাছ থেকে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নগরের বন্দরবাজার হাসান মার্কেট এলাকায় জনচলাচলের সড়ক দখল করে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এই অভিযোগে জরিমানা ও মামলা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কাউন্সিলর এবিএম উজ্জ্বল, কাউন্সিলর এসএম শওকত আমীন তৌহিদ, সিলেট মহানগর পুলিশ সদস্য এবং সিসিকের বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীরা।
প্রসঙ্গত, নগরের সড়ক দখল করে ব্যবসা পরিচালনা, অবৈধ গাড়ি পার্কিং, বকেয়া হোল্ডিং টেক্স আদায়, বকেয়া পানি বিল আদায়, ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ইত্যাদি বিষয়ে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।
আরসি-১২