ওসমানীনগরে নৈশপ্রহরীদের মাঝে মোবাইল বিতরণ

ওসমানীনগর প্রতিনিধি


নভেম্বর ২৬, ২০২০
০৫:৩৬ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৬, ২০২০
০৬:৫০ অপরাহ্ন



ওসমানীনগরে নৈশপ্রহরীদের মাঝে মোবাইল বিতরণ

সিলেটের ওসমানীনগরে শীতকালীন নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে থানা প্রশাসনের উদ্যোগে গোয়ালাবাজারে নৈশপ্রহরীদের মধ্যে মোবাইল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টায় গোয়ালাবাজারে মোবাইল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক।

বাজারের সেক্রেটারি তাজ উদ্দীন আহমদের পচিালনায় এতে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক। বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) মাকসুদুল আমীন।

এ সময় বক্তব্য দেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পিনাক পানি ভট্টাচার্য, আলাউর রহমান আলা, কোষাধ্যক্ষ শাহনুরুর রহমান শানুর, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিয়াফর আলী, জেলা যুবলীগের সাবেক নেতা কিবরিয়া মিয়া, গোয়ালাবাজার বণিক সমিতি সভাপতি আব্দুর রব গেদা মিয়া, ইউপি সদস্য আব্দুস সামাদ, বেলাল আহমেদ, বণিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল কান্তি দেব প্রমুখ।

সভায় ওসি শ্যামল বণিক বলেন, ‘শীতকালিন সময়ে প্রতিটা এলাকায় চুরি-ডাকাতির হার বৃদ্ধি পায়। নৈশপ্রহরীরা তাদের জীবন বাজি রেখে রাতের ঘুম হারাম করে বিভিন্ন এলাকায় পাহারা দিয়ে জান-মালের নিরাপত্তা দিয়ে থাকেন। তারা যাতে কোনো সমস্যায় পড়লে থানা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেজন্য গোয়ালাবাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারের নৈশপ্রহরীদের মধ্যে মোবাইল ফোন বিতরণ করা হচ্ছে। এছাড়া আপদকালীন মুহূর্তে তারা যাতে সবাইকে সতর্ক করতে পারেন সেজন্য তাদের হাতে বাঁশি তুলে দেওয়া হয়েছে। এলাকায় চুরি-ডাকাতি রোধে এসপি ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের নির্দেশে থানার পুলিশ নৈশকালীন পাহারা জোরদার করেছে।’

থানা পুলিশের দরজা সাধারণ মানুষের জন্য ২৪ ঘন্টা উন্মুক্ত থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘সচেতন মহলের সহযোগিতায় প্রশাসন চুরি-ডাকাতিরোধে কড়া নজরদারি চালিয়ে যাবে।’

 

ইউডি/বিএন-০৯/আরআর-০২